সেই ভালো সেই ভালো, আমারে নাহয় না জানো। দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে লাজানো ॥ মোর বসন্তে লেগেছে তো সুর, বেণুবনছায়া হয়েছে মধুর-- থাক-না এমনি গন্ধে-বিধুর মিলনকুঞ্জ সাজানো। গোপনে দেখেছি তোমার ব্যাকুল নয়নে ভাবের খেলা। উতল আঁচল, এলোথেলো চুল, দেখেছি ঝড়ের বেলা। তোমাতে আমাতে হয় নি যে কথা মর্মে আমার আছে সে বারতা-- না বলা বাণীর নিয়ে আকুলতা আমার বাঁশিটি বাজানো ॥<
সেই ভালো সেই ভালো আমারে নাহয় না জানো
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রেম (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 151