সুন্দর হৃদিরঞ্জন তুমি    নন্দনফুলহার,
     তুমি অনন্ত নববসন্ত    অন্তরে আমার॥
          নীল অম্বর চুম্বননত,    চরণে ধরণী মুগ্ধ নিয়ত,
              অঞ্চল ঘেরি সঙ্গীত যত    গুঞ্জরে শতবার॥
ঝলকিছে কত ইন্দুকিরণ,    পুলকিছে ফুলগন্ধ--
     চরণভঙ্গ ললিত অঙ্গে    চমকে চকিত ছন্দ।
          ছিঁড়ি মর্মের শত বন্ধন    তোমা-পানে ধায় যত ক্রন্দন--
              লহো হৃদয়ের ফুলচন্দন    বন্দন-উপহার।
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর