যোগী হে, কে তুমি হৃদি-আসনে ! বিভূতিভূষিত শুভ্র দেহ, নাচিছ দিক্-বসনে ।। মহা-আনন্দে পুলক কায়, গঙ্গা উথলি উছলি যায়, ভালে শিশুশশী হাসিয়া চায়— জটাজূট ছায় গগনে ।।<
যোগী হে, কে তুমি হৃদি-আসনে
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: নাট্যগীতি (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 400