বুক বেঁধে তুই দাঁড়া দেখি,   বারে বারে হেলিস নে ভাই!
     শুধু তুই    ভেবে ভেবেই হাতের লক্ষ্ণী   ঠেলিস নে ভাই॥
একটা কিছু করে নে ঠিক,       ভেসে ফেরা মরার অধিক—
     বারেক এ দিক বারেক ও দিক,  এ খেলা আর খেলিস নে ভাই॥
মেলে কিনা মেলে রতন   করতে তবু হবে যতন—
     না যদি হয় মনের মতন   চোখের জলটা ফেলিস নে ভাই!
ভাসাতে হয় ভাসা ভেলা,   করিস নে আর হেলাফেলা—
     পেরিয়ে যখন যাবে বেলা   তখন আঁখি মেলিস নে ভাই॥


স্বরবিতান ৪৬

<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর