এ ভারতে রাখো নিত্য, প্রভু, তব শুভ আশীর্বাদ—
তোমার অভয়, তোমার অজিত অমৃত বাণী,
          তোমার স্থির অমর আশা॥
অনির্বাণ ধর্ম আলো   সবার ঊর্ধ্বে জ্বালো জ্বালো,
          সঙ্কটে দুর্দিনে হে,
     রাখো তারে অরণ্যে তোমারই পথে॥
বক্ষে বাঁধি দাও তার   বর্ম তব নির্বিদার,
     নিঃশঙ্কে যেন সঞ্চরে নির্ভীক।
পাপের নিরখি জয়   নিষ্ঠা তবুও রয়—
     থাকে তব চরণে অটল বিশ্বাসে॥


ব্রহ্মসঙ্গীত। ভারততীর্থ। স্বরবিতান ৪ ও ৪৬

<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর