ওগো পুরবাসী,
    আমি দ্বারে দাঁড়ায়ে আছি উপবাসী॥
হেরিতেছি সুখমেলা,    ঘরে ঘরে কত খেলা,
    শুনিতেছি সারা বেলা সুমধুর বাঁশি॥
চাহি না অনেক ধন,       রব না অধিক ক্ষণ,
    যেথা হতে আসিয়াছি সেথা যাব ভাসি--        
তোমরা আনন্দে রবে          নব নব উৎসবে,
    কিছু ম্লান নাহি হবে   গৃহভরা হাসি॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর