ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজল ভেরী, বাজল ভেরী। কখন্ আমার খুলবে দুয়ার-- নাইকো দেরি, নাইকো দেরি॥ তোমার তো নয় ঘরের মেলা, কোণের খেলা গো-- তোমার সঙ্গে বিষম রঙ্গে জগৎ জুড়ে ফেরাফেরি॥ মরণ তোমার পারের তরী, কাঁদন তোমার পালের হাওয়া-- তোমার বীণা বাজায় প্রাণে বেরিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া। ভাঙল যাহা পড়ল ধুলায় যাক্-না চুলায় গো-- ভরল যা তাই দেখ্-না, রে ভাই, বাতাস ঘেরি, আকাশ ঘেরি॥<
ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজল ভেরী
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: বিচিত্র (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 211