আমি   সন্ধ্যাদীপের শিখা,
          অন্ধকারের ললাট-মাঝে পরানু রাজটিকা ॥
তার         স্বপনে মোর আলোর পরশ   জাগিয়ে দিল গোপন হরষ,
              অন্তরে তার রইল আমার প্রথম প্রেমের লিখা ॥
                   আমার   নির্জন উৎসবে
              অম্বরতল হয় নি উতল পাখির কলরবে।
যখন    তরুণ রবির চরণ লেগে   নিখিল ভুবন উঠবে জেগে
              তখন আমি মিলিয়ে যাব ক্ষণিক মরীচিকা ॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর