আমার অন্ধপ্রদীপ শূন্য-পানে চেয়ে আছে, সে যে লজ্জা জানায় ব্যর্থ রাতের তারার কাছে॥ ললাটে তার পড়ুক লিখা তোমার লিখন ওগো শিখা-- বিজয়টিকা দাও গো এঁকে এই সে যাচে॥ হায় কাহার পথে বাহির হলে বিরহিণী! তোমার আলোক-ঋণে করো তুমি আমায় ঋণী। তোমার রাতে আমার রাতে এক আলোকের সূত্রে গাঁথে এমন ভাগ্য হায় গো আমার হারায় পাছে॥<
আমার অন্ধপ্রদীপ শূন্য-পানে চেয়ে আছে
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: বিচিত্র (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 178