সকাল-বেলার কুঁড়ি আমার বিকালে যায় টুটে, মাঝখানে হায় হয় নি দেখা উঠল যখন ফুটে॥ ঝরা ফুলের পাপড়িগুলি ধুলো থেকে আনিস তুলি, যখন সময় ছিল দিল ফাঁকি-- এখন আন্ কুড়ায়ে দিনের শেষে অসময়ের ছিন্ন বাকি। কৃষ্ণরাতের চাঁদের কণা আঁধারকে দেয় যে সান্ত্বনা তাই নিয়ে মোর মিটুক আশা-- স্বপন গেছে ছুটে॥<
সকাল-বেলার কুঁড়ি আমার বিকালে যায় টুটে
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: বিচিত্র (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 258