বাজে গুরু গুরু শঙ্কার ডঙ্কা,
ঝঞ্ঝা ঘনায় দূরে ভীষণ নীরবে।
    কত রব সুখস্বপ্নের ঘোরে আপনা ভুলে--
        সহসা জাগিতে হবে রে॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর