সত্য চিরন্তন

প্রশ্রয় দিলে মাথায় ওঠে

সমাদর করলে খোসামোদ ভাবে

সদুপদেশ দিলে ঘুরে বসে

উপকার করলে অস্বীকার করে

বিশ্বাস করলে ক্ষতি করে

সুখের কথায় হিংসা করে

দুঃখের কথায় সুযোগ খোঁজে

ভালোবাসলে আঘাত করে

স্বার্থ ফুরালে কেটে পড়ে।

<

Super User