1. অজুকারী কেবলামুখি হয়ে একটু উঁচুস্থানে বসবে, যাতে পানির ছিটা কাপড়ে না লাগে।
  2. বিসমিল্লাহ বলে অজু শুরু করতে হবে।
  3. প্রথমে তিনবার হাতের কবজি পর্যন্ত ধৌত করবে। তারপর তিনবার কুলি করবে।
  4. তারপর মেসওয়াক করবে। মেসওয়াক না থাকলে আঙুল দিয়ে দাঁত পরিস্কার করবে।
  5. কুলি করার সময় গড়গড়া করবে। রোজাঅবস্থায় গড়-গড়া করবে না।
  6. তিনবার ডান হাতে দিয়ে নাকে পানি দিবে এবং বামহাত দিয়ে নাক পরিস্কার করবে। রোজা থাকা অবস্থায় নাকের ভিতর পানি পৌঁছাবে না।
  7. তারপর মাথার চুলের গোড়া হতে থুতনী পর্যন্ত এবং কানের লতি হতে অপর কানের লতি পর্যন্ত তিনবার মুখমন্ডল ধুবে।
  8. অতঃপর প্রথমে ডান হাত, পরে বাম হাতের কনুইসহ তিনবার ধুবে। উভয় হাতের আঙুল খেলাল করবে। হাতে আংটি বা চুড়ি থাকলে তা নেড়ে নেড়ে ভিতরে পানি পৌঁছাবে, যাতে করে একটি পশমও শুকনা না থাকে।
  9. তারপর সমস্ত মাথা একবার মাসেহ করবে। মাসেহের সময় হাতের শাহাদাত আঙুল দিয়ে কানের মধ্য দিকে এবং বৃদ্ধা আঙুলের পেট দিয়ে কানের বাহির ও পিঠ দিয়ে কানের ভিতরের দিকে এবং উভয় হাতের বাহিরের দিকে দিয়ে ঘাড় মাসেহ করবে, কিন্তু কন্ঠদেশ মাসেহ করবে না। ইহা নিষেধ।
<

Super User