গোসলের বিবরন
গোসলের আভিধানিক অর্থ হলো– ধৌত করা বা স্নান করা। ইসলামের পরিভাষায় মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ শরীর পবিত্রতা অর্জনের জন্য উত্তম ভাবে পানির মাধ্যমে ধৌত করাকে গোসল বলে।
গোসলের তিনটি ফরয
- গড়গড়াসহ কুলি করা
- নাক পরিস্কার করা এবং
- শরীরের সম্পূর্ণ জায়গায় পানি ঢেলে এমনভাবে ধৌত করা যাতে একটি পশমের গোড়াও শুকনো না থাকে।
উল্লেখ্য যে , উপরে বর্ণিত গোসল ফরয ও ওয়াজিব গোসলের ক্ষেত্রেই প্রযোজ্য। অন্যান্য গোসলের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না।
গোসলের সুন্নত
- নিয়ত করা
- বিসমিল্লাহ বলে হাত ধোয়া
- গোসলের পূর্বে শরীর থেকে নাপাকী দূর করা
- লজ্জাস্থান ধোয়া
- গড়গড়া করা
- নাকের ভিতর তিনবার পানি দেওয়া
- মেসওয়াক করা
- দুহাতের কবজি পর্যন্ত ধোয়া
- সমস্ত শরীর তিনবার ধোয়া
- প্রয়োজনের চেয়ে বেশি পানি ব্যবহার না করা
<