কামনাশূন্যের প্রতিই ধর্ম্মোপদেশ

অর্থকামেষ্বসক্তানাং ধৰ্ম্মজ্ঞানং বিধীয়তে ।
ধৰ্ম্মং জিজ্ঞাসমানানাং প্রমাণং পরমং শ্রীতিঃ । ১৩

যাঁহারা অর্থকামনায় আসক্ত নহেন, তাঁহাদিগের প্রতিই এই ধৰ্ম্মোপদেশ এবং যাঁহারা জগতে খ্যাতি লাভ করিবার জন্য ধৰ্ম্মানুষ্ঠান করেন, তাহাদিগের সেই কৰ্ম্মের ফলপ্রাপ্তি হয় না । ধৰ্ম্মজিজ্ঞাসু ব্যক্তির প্রকৃষ্ট প্রমাণ বেদ, যেহেতু, বেদ ও স্মৃতির অনৈক্যে বেদের মতই গ্রাহ্য হয়। ১৩

<

Super User