নীল আকাশে সূয্যিমামা ঝলক দিয়েছে,
সবুজ মাঠে নতুন পাতা গজিয়ে উঠেছে,
পালিয়ে ছিল সোনার টিয়ে ফিরে এসেছে,
ক্ষীর নদীটির পারে খোকন হাস্তে লেগেছে,
হাসতে লেগেছে রে খোকন নাচ্তে লেগেছে,
মায়ের কোলে চাঁদের হাট ভেঙ্গে পড়েছে।
০৩.উৎসর্গ
- Details
- Super User
- Category: বিবিধ
- Read Time: 1 min
- Hits: 67