অকস্মাৎ
হাত
আমাকে সরিয়ে নিতে হলো তাড়াতাড়ি
নারী,
তোমার আঙুলে হোমশিখা তীব্র জ্বলে,
কোনো ছলে
এর আগে জানতে পারিনি। তবু ভুলে
আমার স্বভাবদোষে আঙুল জড়াতে চাই তোমার আঙুলে।
আমার স্বভাবদোষে
- Details
- Shamsur Rahman।। শামসুর রাহমান
- Category: বিবিধ
- Read Time: 1 min
- Hits: 67