বাংলা উপসর্গ
আর্য তথা সংস্কৃত ভাষাভাষীদের আগমনের পূর্বে, এদেশে যে সকল স্থানীয় ভাষা প্রচলিত ছিল, সে সকল ভাষাকে সাধারণভাবে অনার্য বা দেশী ভাষা বলা হয়। এই সকল ভাষায় ব্যবহৃত উপসর্গগুলি বাংলাতে পাওয়া যায়। সাধারণভাবে এই উপসর্গগুলিই দেশী উপসর্গ নামে পরিচিত। বাংলা ভাষায় এই জাতীয় উপসর্গের সংখ্যা ২১টি। বাংলা উপসর্গ সবসময় খাঁটি বাংলা শব্দ বা তদ্ভব শব্দের পূর্বে ব্যবহৃত হয়। নিচে এই উপসর্গ এবং এর উদাহরণগুলি বর্ণানুক্রমে তুলে ধরা হলো।
| অ | অঘা | অজ | অনা | |
| আ | আড় | আন | আব | |
| ইতি | ঊন (ঊনা) | কদ | কু | |
| নি | পাতি | বি | ভর | রাম |
| স | সা | সু | হা | |
নিচে বাংলা উপসর্গগুলোর প্রয়োগ দেখানো হলো-
| উপসর্গ | অর্থ | উদাহরণ/ প্রয়োগ | |
| ১ | অ | নিন্দিত | অকেজো (নিন্দিত কাজ করে যে), অচেনা, অপয়া |
| অভাব | অচিন (চিন-পরিচয়ের অভাব), অজানা, অথৈ | ||
| ক্রমাগত | অঝোর (ক্রমাগতভাবে ঝরতে থাকা), অঝোরে | ||
| ২ | অঘা | বোকা | অঘারাম, অঘাচন্ডী |
| ৩ | অজ | নিতান্ত/ মন্দ | অজপাড়াগাঁ (একেবারে নিতান্তই পাড়াগাঁ), অজমূর্খ, অজপুকুর |
| ৪ | অনা | অভাব | অনাবৃষ্টি (বৃষ্টির অভাব), অনাদর |
| ছাড়া | অনাছিষ্টি (সৃষ্টিছাড়া), অনাচার | ||
| অশুভ | অনামুখো (অশুভ, মুখ যার অশুভ) | ||
| ৫ | আ | অভাব | আলুনি (লবনের অভাব), আকাঁড়া, আধোয়া |
| বাজে, নিকৃষ্ট | আকাঠা, আগাছা | ||
| ৬ | আড় | বক্র/ বাঁকা | আড়চোখে (বাঁকা চোখে), আড়নয়নে |
| আধা, প্রায় | আড়পাগলা (আধা পাগলা), আড়ক্ষ্যাপা, আড়মোড়া | ||
| বিশিষ্ট | আড়গড়া (আস্তাবল), আড়কোলা, আড়কাঠি | ||
| ৭ | আন | না | আনকোরা (যা এখনো কোরা হয়নি, একদম নতুন) |
| বিক্ষিপ্ত | আনচান, আনমনা (মনের বিক্ষিপ্ত অবস্থা) | ||
| ৮ | আব | অস্পষ্টতা | আবছায়া (অস্পষ্ট ছায়া), আবডাল |
| ৯ | ইতি | এ বা এর | ইতিপূর্বে (পূর্বেই) , ইতিকর্তব্য |
| পুরনো | ইতিকথা (বহু পুরনো কথা), ইতিহাস | ||
| ১০ | ঊন (ঊনা) | কম | ঊনিশ (বিশ হতে ১ ঊন) , ঊনপাঁজুরে |
| ১১ | কদ্ | নিন্দিত | কদাকার (নিন্দিত/ কুৎসিত আকার) , কদবেল, কদর্য |
| ১২ | কু | কুৎসিত/ অপকর্ষ | কুঅভ্যাস (কুৎসিত/ খারাপ অভ্যাস), কুকথা, কুনজর, কুসঙ্গ, কুজন |
| ১৩ | নি | নাই/ নেতি | নিখুঁত (খুঁত নেই যার), নিখোঁজ, নিলাজ, নিভাঁজ, নিরেট |
| ১৪ | পাতি | ক্ষুদ্র | পাতিহাঁস (ক্ষুদ্র প্রজাতির হাঁস), পাতিশিয়াল, পাতিলেবু, পাতকুয়ো |
| ১৫ | বি | ভিন্নতা/ নাই বা নিন্দনীয় | বিপথ (ভিন্ন পথ), বিভূঁই, বিফল |
| ১৬ | ভর | পূর্ণতা | ভরপেট (পেটের ভর্তি/ পূর্ণ অবস্থা), ভরসাঁঝ, ভরপুর, ভরদুপুর, ভরসন্ধ্যে |
| ১৭ | রাম | বড়/ উৎকৃষ্ট | রামছাগল (বড় বা উৎকৃষ্ট প্রজাতির ছাগল), রামদা, রামশিঙ্গা, রামবোকা |
| ১৮ | স | সঙ্গে | সলাজ (লাজের সঙ্গে), সরব, সঠিক, সজোর, সপাট |
| ১৯ | সা | উৎকৃষ্ট | সাজিরা (উৎকৃষ্ট মানের এক প্রকার জিরা), সাজোয়ান |
| ২০ | সু | উত্তম | সুদিন (উত্তম দিন), সুনজর, সুখবর, সুনাম, সুকাজ |
| ২১ | হা | অভাব | হাভাতে (ভাতের অভাব), হাপিত্যেশ, হাঘরে |