Atul Prasad Sen ।। অতুলপ্রসাদ সেন

Miscellaneous Information

অতুলপ্রসাদ সেন (১৮৭১-১৯৩৪) ছিলেন ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তিনি ছিলেন একজন বিশিষ্ট সঙ্গীতবিদও। তার রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম। তার জন্ম ঢাকায়। তার পিতা কালীনারায়ণ সেন ছিলেন একজন খ্যাতিমান সঙ্গীতজ্ঞ। অতুলপ্রসাদ সেন তার পিতার কাছে সঙ্গীত শিক্ষা লাভ করেন। তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক হন। তার রচিত গানগুলির মধ্যে রয়েছে "মিছে তুই ভাবিস মন", "সবারে বাস রে ভালো", "বঁধুয়া", "নিঁদ নাহি আঁখিপাতে", "একা মোর গানের তরী", "কে আবার বাজায় বাঁশি", "ক্রন্দসী পথচারিণী" ইত্যাদি। তার রচিত দেশাত্মবোধক গানগুলির মধ্যে প্রসিদ্ধ "উঠ গো ভারত-লক্ষ্মী", "বলো বলো বলো সবে", "হও ধরমেতে ধীর"। তার "মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!" গানটি বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিশেষ অণুপ্রেরণা জুগিয়েছিল। তার গানগুলি বাংলা সঙ্গীতের এক অমূল্য সম্পদ। তার গানগুলির সুর ও কথার মাধুর্য আজও মানুষের হৃদয়কে স্পর্শ করে।

Articles