-
অয়ি চঞ্চল-লীলায়িত-দেহা, চির-চেনা
-
আজ নিশীথে অভিসার তোমারই পথে
-
আধো-আধো বোল
-
আনো গোলাপ-পানি আনো আতরদানি গুলবাগে
-
আবার ভালোবাসার সাধ জাগে
-
আমার গানের মালা আমি
-
আমি ‘মদিনা’ মহারাজার মেয়ে, সকলের জানা আছে
-
আরক্ত কিংশুক কাঁপে। মালতীর বক্ষ ভরি
-
ইরানের রূপ-মহলের শাহজাদি শিরীঁ! জাগো
-
একা ঝিলের জলে শালুক পদ্ম তোলে কে
-
এল ফুলের মহলে ভোমরা গুনগুনিয়ে
-
এসো এসো বন-ঝরনা উচ্ছল-চল-চরণা
-
কার মঞ্জীর রিনিঝিনি বাজে – চিনি চিনি
-
গত রজনির কথা পড়ে মনে
-
গোধূলির রং ছড়ালে কে গো আমার সাঁঝ গগনে
-
ঘরে যদি এলে প্রিয়
-
চৈত্র পূর্ণিমা রাত্রি, মাধবী-কানন মধুক্ষরা
-
ছড়ায়ে বৃষ্টির বেল-ফুল
-
তোমার গানের চেয়ে তোমায় ভালো লাগে আরও
-
দুরন্ত বায়ু পূরবইয়াঁ
Page 1 of 3