-
ছি ছি মরি লাজে মরি লাজে
-
ছিন্ন শিকল পায়ে নিয়ে ওরে পাখি
-
ছুটির বাঁশি বাজল যে ওই নীল গগনে
-
জয়যাত্রায় যাও গো ওঠো জয়রথে তব
-
জলে-ডোবা চিকন শ্যামল কচি ধানের পাশে পাশে
-
জাগরণে যায় বিভাবরী
-
জানি জানি এসেছ এ পথে মনের ভুলে
-
জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে
-
জানি জানি হল যাবার আয়োজন
-
জানি তোমার অজানা নাহি গো
-
জীবনে আজ কি প্রথম এল বসন্ত
-
জীবনে এ কি প্রথম বসন্ত এল
-
জীবনে পরম লগন কোরো না হেলা
-
ঝড়ে যায় উড়ে যায় গো
-
ডাকব না ডাকব না অমন করে বাইরে থেকে
-
ডেকো না আমারে ডেকো না
-
তবু মনে রেখো যদি দূরে যাই চলে
-
তবে শেষ করে দাও শেষ গান
-
তরুণ প্রাতের অরুণ আকাশ শিশির-ছলোছলো
-
তারে কেমনে ধরিবে সখী যদি ধরা দিলে
Page 10 of 20