ধড়ে কোথায় মক্কা-মদিনা
           চেয়ে দেখ এক নজরে।
ধড়ের খবর না জানিলে
           ঘোর যাবে না কোনদিনে।।
ওহাদানিয়েত্‌-এর রাহা
ভুল যদি মন কর তাহা
হুজুরেতে পথ পাবা না
           ঘুরবি কত ভুবনে।।
উপরওয়ালা সদর বাড়ি
অচিন দেশে তার কাবাড়ি
সদায় করে হুকুম জারি
           মক্কায় বসে নির্জনে।।
চারি রাহে বারি মকবুল
ওহাদানিয়েতে রসুল
সিরাজ সাঁই কয়, না জেনে উল
           লালন তুই ঘুরিস্‌ কেনে।।


লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ২৩৮
‘লালন-গীতিকা’য় অন্তরার ‘হুজুরেতে’ স্থলে ‘গুজুর যেতে’, সঞ্চারীর ‘কাবাড়ি’ স্থলে ‘কাছারি’ এবং আভোগের ‘চারি রাহে বারি মকবুল’ স্থলে ‘চারি রাহে চারি মকবুল’ কথান্তর আছে। -পৃ. ২০১

ওহাদানিয়েত্ – আল্লার একত্ব ও অদ্বিতীয়ত্ব;
মকবুল – প্রিয়জন, বন্ধু;
উল – সন্ধান

কথান্তরঃ
           চেয়ে দেখ নয়রে
           ধড়ের কোথায় মক্কা-মদিনা।।
           ওহাদানিয়েতে রাহা
           ভুল যদি মন কর তাহা
           এবার হুজুরে জাতির পথ মিলবে না
                      ঘুরবি কেন বনে বনে।।
           সদর আমলার হুকুম ভারী
           অচিন দেশে তার কাছারী
           সদায় করে হুকুম জারি
                      মক্কায় বসে নির্জনে।।
           চারি রাহে চারি মকবুল
           ওহাদানিয়েতে রসুল
           সিরাজ কয়, কর না উল
                      ও তুই, ফিরবি লালন বনে বনে।।

-হারামণি, ১ম খণ্ড, পৃ. ৫৫-৫৬

<

Lalon Fakir ।। লালন ফকির