মন আমার আজ পড়লি ফেরে।
দিন দিন তোর পৈতৃক ধন গেল চোরে।।
মায়া-মদ খেয়ে মনা
দিবানিশি ঝোঁক ছোটে না,
পাঁচ বাড়ির উল হল না
কে কি করে।।
ঘরের চোরে ঘর মারে মন,
যায় না ঘুম জানবি কখন,
একবার দিলে না নয়ন
আপন ঘরে।।
ব্যাপার করতে এসেছিলি,
আসলে বিনাশ হলি,
লালন তুই হুজুরে গেলি
বলবি কি রে।।
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৩১;
হারামণি, ১ম খণ্ড, পৃ. ৩৫