খাকি (১) আদমের ভেদ,
সে ভেদ পশু কি বোঝে
আদাম কালেরে (২) খোদা
খোদ বিরাজে।।

আদম শরীর আমার ভাষায়
বলেছে অধর সাঁই নিজে ।
নইলে কি আদমকে সেজদা
ফেরেস্তায় সাজে।।

শুনি আজাজিল খাস তন
খাকে আদম তন গটেছ।
আবার সেই আজাজিল শয়তান হল
আদম না ভজে।।

আব খাক আতর বাদে ঘর গঠল
জান মালেক কোন চিজে (৩)।
সাঁই লালন বলে, জানলে এ ভেদ
সব জানে সে যে।।

———————–
লালন ফকির : কবি ও কাব্য, পৃষ্ঠা ২৪৫-৪৬; লালন-গীতিকা, পৃষ্ঠা ১৯৪-৪৫
কবি ভনিতায় নিজের নামের আগে ‘সাঁই’ ব্যবহার করেছেন। লালন সিদ্ধি লাভের পর যখন গুরুর মর্যাদা পান, তখন এরূপ অভিধা ব্যবহার করেন বলে আমাদের ধারণা। এদিক থেকে গানটি পরিণত বয়সে রচিত বলে নির্ধারণ করা যায়।
(১) খাকি (ফারসি) – মৃৎ নির্মিত, মাটি দিয়ে তৈরি;
(২) কালেরে (আরবি) – ছাঁদ, কাঠামো।
(৩) চিজ (ফারসি) – দ্রব্য, বস্তু।

<

Lalon Fakir ।। লালন ফকির