আমার ঠাহর নাই গো মন-বেপারী।
এবার ত্রিধারায় বুঝি দোবে আমার তরী।।
         যেমন দাঁড়ি-মাল্লা বেয়াড়া
         তেমনি মাঝি দিশাহারা,
         কোন দিকে যে বায় তাহারা-
আমার পাড়ি দেওয়া কঠিন হলো ভারি।।
         একটি নদীর তিনটি ধারা
         সেই নদীতে নাই কূল-কিনারা;
         সেথা বেগে তুফান বয়
         দেখে লাগে ভয়
ডিঙি বাঁচাবার উপায় কি করি।।
         কোথা হে দয়াল (আমারি)
         আপনি এসে হও কাণ্ডারি;
         তোমায় স্মরণ করি
         ভাসাই তরী।
লালন কয়, যেন বিপাকে না পড়ি।।


বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৯২

<

Lalon Fakir ।। লালন ফকির