আমি কোন সাধনে তারে পাই।
আমার জীবনের জীবন সাঁই।।
             সাধিলে সিদ্ধির ঘরে
             শুনেছি সেও পায় না তারে;
             সাধু যে ব্যক্তি
             পেলে যে মুক্তি
ও কে যাবে অমনি শুনি রে ভাই।।
             শাক্ত শৈব্য বৈরাগ্য ভাব
             তাতে যদি হয় চরণ লাভ;
             তবে দয়াময়
             কেন সর্বদায়
বিধি বলে দুষিবে তাই।।
             গেল না রে মনের ভ্রান্ত
             পেলেন না সে ভাবের অন্ত;
             কয় মূঢ লালন
             ভবে এসে মন
কি করিতে ওরে কি করে যাই।।


মুহম্মদ মনসুরউদ্দীন, ‘পল্লীগীতি সংগ্রহ’, ভারতবর্ষ, ফাল্গুন ১৩৩০

<

Lalon Fakir ।। লালন ফকির