যে জন সাধকের মূল গোড়া,
বেমুরিদ বেতলিব সে তো
ফিরছে সদায় বেদ ছাড়া।
গুপ্ত নূরে হয় তার সৃজন
গুপ্তভাবে করছে রে ভ্রমণ
নূরেতে নূর নবী হল
সেই কথাটি দেশ জোড়া।
পীরের পীর ও দস্তগীর হয়
মুরশিদের মুরশিদ বলা যায়।
চিনতে তারে যদি পায়
সে পথের দাড়া।
কেউ বলে সে মূলাধারের মূল
মুরশিদ বিনা জানবে কে তার উল
সাঁই লালন বলে, ভেদ না জেনে
ঝকমারী তার বেদ পাড়া।।

————

৩৫২. লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৮৯; লালন-গীতিকা, পৃ. ১৫৭

<

Lalon Fakir ।। লালন ফকির