পড়ে ভূত মন আর হস নে মনুরায়।
কোন হরফে কি ভেদ আছে
নেহাজ করে জানতে হয়।।
আলেফ হে আর মিম দালেতে
আহমদ নাম লেখা যায়।
ও সে মিম হরফকে নফি করে
দেখ না খোদা কারে কয়৷।
আকার ছেড়ে নিরাকারে
ভজুলি রে আধেলার প্রায়।
আহাদে আহমদ হল
করলি না তার পরিচয়।
জাতে সেফাত, সেফাতে জাত
দরবেশে জানতে পায়।
লালন বলে, কাঠ-মোল্লা যে
না বুঝে সে গোল বাধায়।।

————

৩২০. লালন-ফকির : কবি ও কাব্য, পৃ. ২৫৭; লালন-গীতিকা, পৃ. ১৪৫ (এখানে ৫ম পঙক্তিতে আধেলার স্থলে আদেখার কথান্তর আছে।)

<

Lalon Fakir ।। লালন ফকির