সদায় সে নিরঞ্জন নীরে ভাসে।
যে জানে সে নীরের খবর, নীর ঘাটায়।
তারে খুঁজলৈ পায় অনায়াসে।
বিনে মেঘে নীর বরিষণ
করিতে হয় তার অন্বেষণ
জগত হল ডিম্বের গঠন
থাকিয়ে আবিম্ব শুম্ভোবাসে।
যথা নীরের হয় উৎপত্তি
সেই আবেশে জন্মে শক্তি
মিলন হল উভয় রতি
ভাসলে যখন নরেকারে এসে৷
নীরে নিরঞ্জন অবতার
নীরেতে সব করবে সংহার
সিরাজ সাঁই তাই কয় বারেবার
দেখ রে লালন আত্মতত্ত্ব বশে।।

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২০৯; লালন-গীতিকা, পৃ. ১৫১; হারামণি, ৭ম খণ্ড, পৃ. (২৩)

<

Lalon Fakir ।। লালন ফকির