যার নাম আলেক মানুষ আলেকে রয়,
শুদ্ধ প্রেম রসিক বিনে কে তারে পায়৷
রস-রতি অনুসারে
নিগূঢ় ভেদ জানতে পারে
রতিতে মতি ঝরে
মূল খণ্ড হয়।
নিলেয় নিরাঞ্জন আমার
আধ নিলে করলেন প্রচার
জানলে আপনার জন্মের বিচার
সব জানা যায়।
আপনার জন্মলতা
জানগে তার মূলটি কোথা
লালন কয়, হবে শেষে
সাঁই পরিচয়।।

————
মুহম্মদ মনসুরউদ্দীন বাউল গান, প্রবাসী, জ্যৈষ্ঠ ১৩৩৫, পৃ. ৩১৪; হারামণি, ১ম খণ্ড, পৃ. ৪১-৪২; ৪র্থ খণ্ড, পৃ. ৬৮

<

Lalon Fakir ।। লালন ফকির