সে ভাব সবাই কি জানে,
যে ভাবে শ্যাম আছে বাধা গোপীর সনে।
গোপী বিনে জানে কেবা
শ্ৰদ্ধ রস অমৃত সেবা।
গোপীর পাপ-পূণ্য জ্ঞান থাকে না কৃষ্ণ-দরশনে৷
গোপী অনুগত যারা
ব্রজের সে ভাব জানে তারা
নীর হেতু অধর ধরা গোপীর মনে।
টলে জীব, অটলে ঈশ্বর
তাইতে কি হয় রসিক-নাগর
লালন কয়, রসিক বিভোর রস-ভিয়ানে।।

————

৩৭১. শ্রীবসন্তকুমার পাল, ‘ফকির লালন সা’, প্রবাসী, বৈশাখ ১৩৩৫; ‘লালন-গীতিকা’য় অন্তরার ৩য় চরণে ‘পাপ-পুণ্য’ স্থলে ‘পাপপুণ্যের’ এবং সঞ্চারীর ৩য় চরণে ‘নীর হেতু’ স্থলে ‘নিঃহেতু’ কথান্তর আছে।– পৃ. ২৪৮

‘লালন-সঙ্গীত’ গ্রন্থে ধুয়ার ২য় চরণে ‘ভাবে’ স্থলে ‘প্রেমে’ এবং অভোগর ২য় চরণে ‘নাগর’ স্থলে ‘শিখর’ কথান্তর আছে।-পৃ. ২৮১

<

Lalon Fakir ।। লালন ফকির