সে ভাব সবাই কি জানে।
যে ভাবে শ্যাম আছে বান্ধা
গোপীর সনে।
গোপী বিনে জানে কেবা
শুদ্ধ রস অমৃত-সেবা
গোপীর পাপ-পুণ্য জ্ঞান থাকে না
কৃষ্ণ-দরশনে।
গোপীর অনুগত যারা
ব্রজের সে ভাব জানে তারা
নিৰ্হেতু ভাব অধর ধরা
গোপীর মনে।
টলে জীব, অটল ঈশ্বর
তাইতে কি হয় রসিক নাগর
লালন বলে, রসিক বিভোর
রস-ভিয়ানে।।
————
বসন্তকুমার পাল, ফকির লালন শাহ, প্রবাসী, আশ্বিন ১৩৩২; লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৭৪; লালন-গীতিকা, পৃ. ২৪৮; বাংলার বাউল ও বাউল গান, পৃ. ২১৪ (অন্তরার ২য় চরণে “শুদ্ধ রসের ভ্রমরা যারা” এবং সঞ্চারীর ৩য় চরণে “তারাই জানে অধর ধরা”– এরূপ পাঠভেদ আছে।)