সে নিমাই কি ভোলা ছেলে হবে।
ভুলেছে ভারতীর কথায়, এমন কথা
কেন বলে সবে।
যখন ব্রজবাসী ছিল
ব্রজের সব ভুলাইল
সেই নাগর নদেয় এলো
দেখ নারে কারে না ভোলাবে।
আপনি হয়ে কপট ভোলা
ত্রিজগতের নাম ছলা
কে বোঝে তার লীলাখেলা
বুঝতে গেলে সেই যে ভুলে যাবে।
তারে ছেলে বলে যে লোক সকল
সে পাগল, তার বংশ পাগল
লালন কয়, আমি এক পাগল
গুরু ছেড়ে বেড়াই গৌর ভেবে৷।

————
লালন-গীতিকা, পৃ. ২১৯-২০

<

Lalon Fakir ।। লালন ফকির