ধন্য ধন্য বলি তারে।
বেঁধেছে এমন ঘর শূন্যের উপর
পোজতা করে।।

ঘরের সবে মাত্র একটি খুঁটি
খুঁটি গোড়ায় নাইরে মাটি
কিসে ঘর রবে খাঁটি
ঝড় তুফান এলে পরে।।

ঘরে মূলাধার কুঠরি নয়টা
তার উপরে চিলেকোঠা
তাহে এক পাগলা বেটা
বসে একা একেশ্বরে।।

ঘরে নীচে উপর সারি সারি
সাড়ে নয় দরজা তারি
লালন কয় যেতে পারি
কোন দরজা খুলে ঘরে।।

———-

লালন-সঙ্গীত,  পৃ. ১৫৩

<

Lalon Fakir ।। লালন ফকির