কার বাড়ীতে কর গো বসত
এ বাড়ী তো তোমার নয়।।

বাড়ী করার বাঞ্ছা কর
আগে গিয়ে মানুষ ধর
গুরুর কাছে পাট্টা কর
অনুমানে রেখ না।

আপন ঘরের নাই ঠিকানা
বাঞ্ছা কর মন পরকে চেনা
লালন ফকির বলে, পাট্টা কর
অনুমানে হবে না।।

—————-
‘পল্লীসঙ্গীতে ভক্ত কবি লালন শা’, প্রবাসী, চৈত্র ১৩৩১
গানটি অসম্পূর্ণ অন্ত্যমিলেও ত্রুটি আছে। সংগ্রহের প্রাচীন সময় বিবেচনা করে এটি সংকলনে গৃহীত হয়েছে।

<

Lalon Fakir ।। লালন ফকির