চাঁদের গায়ে চাঁদ লেগেছে
আমরা ভেবে করবো কি।
ঝিয়ের পেটে মায়ের জন্ম।
তাকে তোমরা বল কি।
ছয় মাসের এক কন্যা ছিল
নয় মাসে তার গর্ভ হল
এগার মাসে তিনটি সস্তান
কোনটা করবে ফকিরি৷
ঘর আছে তার দুয়ার নাই
মানব আছে তার কথা নাই
কেবা তাহার আহার জোগায়।
কে দেয় সন্ধ্যাবাতি৷
লালন সাঁই ফকিরে বলে
মাকে ছুঁলে ছেলে মরে
এই তিন কথার অর্থ নইলে
তার হবে না ফকিরি।।
————
লালন-সঙ্গীত, পৃ. ৯৫
গানটি কলার গাছ, কবর ও লবণ সংক্রান্ত বাংলা ধাঁধা ও প্রবাদের উপর ভিত্তি করে রচিত। বাউলমতের তত্ত্ব ব্যাখ্যায় ধাঁধা ও প্রবাদের এরূপ ব্যবহারে লালনের ভাষা-জ্ঞান ও প্রকাশ-ভঙ্গির অসাধারণ দক্ষতা প্রকাশিত হয়েছে। লোকগীতি-স্বরলিপি (১ম খণ্ড) গ্রন্থে গানটির স্বরলিপি দেওয়া হয়েছে। এখানে গানের বাণীতে সামান্য পাঠভেদ আছে। আভোগের স্তবকটি নিম্নে দেওয়া হল :
ফকির লালন ভেবে বলে
ছেলে মরে মাকে ছুঁলে (হায় হায়)
আবার এই কয় কথার অর্থ নইলে
তার হবে না ফকিরি।– পৃ. ১০৬
২য় চরণের “ছেলে মরে মাকে ছুঁলে” পাঠ অন্ত্যমিলের বিচারে শুদ্ধ। পাঠটি গ্রহণ করা যায়। অতিরিক্ত ‘হায় হায়’ সুরে খাতিরে যুক্ত হয়েছে।