সে প্রেম সামান্যে কি জানা যায়
যে প্রেম সেধে গৌর হলেন
বাঁকা শ্যামরায়।।

দেবের দেব পঞ্চানন
সেধে দেয় প্রেম সেই একজন
বুকে নিয়ে শক্তির আসন
সে না মহাশয়।।

প্রেমী এক চণ্ডীদাসে
বিকালো রজকিনীর পাশে
মরে আবার জীবন আশে
জীবন দান পায়।।

মরে যেবা ডুবতে পারে
প্রেম ভয় জানায় তারে
সিরাজ সাঁই কয়, লালন তোরে
তাই জানাই।।

——————–
হারামণি, ৭ম খণ্ড, পৃষ্ঠা ৪১৯
‘লালন-গীতিকায়’ সামান্য পাঠভেদ আছে। আভোগের ২য় চরণটি ‘সে প্রেম গুরু জানায় তারে’ রূপে লেখা হয়েছে। পৃষ্ঠা ৩৬

<

Lalon Fakir ।। লালন ফকির