শুদ্ধ প্রেমের প্রেমী যে জন হয়,
মুখে ক’ক বা না ক’ক
নয়ন দেখলে চেনা যায়।।

মণিহারা ফণির মতন
প্রেম-রসিকের দুটি নয়ন
কি দেখে কি করে করে সে জন
কে কাহার অন্ত পায়।।

রূপে নয়ন করে খাঁটি
ভুলে যায় সে নাম মন্ত্রটি
চিত্রগুপ্তী তার পাপ-পুণ্যি
কিরূপে লেখে খাতায়।।

গুরুজী কয় বারে বারে
শোন রে লালন, বলি তোরে
তুই মদন-রসে বেড়াস ঘুরে
সে প্রেম মনে কৈ দাঁড়ায়।।

——————————
লালন ফকির : কবি ও কাব্য, পৃষ্ঠা ১৭৫-৭৬
কথান্তর :

শুদ্ধ প্রেমের প্রেমী যে জন হয়,
মুখে ক’ক বা না ক’ক
নয়ন দেখলে চেনা যায়।।

মণিহারা ফণি যেমন
প্রেম-রসিকের দুটি নয়ন
কি দেখে কি করে করে সে জন
কে কাহার অন্ত পায়।।

রূপে নয়ন করে খাঁটি
ভুলে যায় সে নাম-মন্ত্রটি
চিত্রগুপ্ত তার পাপ-পুণ্যি
কিরূপে লেখে খাতায়।।

গুরুজী কয় বারে বারে
শোন রে লালন, বলি তোরে
তুমি মদন-রসে বেড়াও ঘুরে
সে প্রেম সনে কই দাঁড়ায়।।

লালন-গীতিকা, পৃষ্ঠা ১১৫-১৬; বাংলার বাউল ও বাউল গান, পৃষ্ঠা ৪৪
‘বাউল কবি লালন শাহ’ গ্রন্থে আভোগ স্তবকটি এভাবে লেখা হয়েছে :
সিরাজ সাঁই কয় বারে বারে
শোন রে লালন, বলি তোরে
মদন-রসে বেড়াও ঘুরে
সে ভাব তোমার কই দাঁড়ায়।। – পৃষ্ঠা ৩০৮

<

Lalon Fakir ।। লালন ফকির