যে প্রেমে শ্যাম গৌর হয়েছে
সামান্য তার মর্ম জানা কি
সাধ্য আছে।।
না জেনে সে প্রেমের অর্থ
আন্দাজি প্রেম করছে কত
মরণ-ফাঁসি নিচ্ছে সে তো
পস্তাতে পাছে।।
মারে মৎস্য না ছোঁয় পানি
হাওয়া ধর বয় তরণী
ওমনি জেনে প্রেম করনি
রসিকের কাছে।।
গোসাঁই অনুসন্ধি যারা
এবে সে প্রেম জানতে তারা
লালন ফকির পাগলপারা
সে প্রেম-লালসে।।
——————–
লালন গীতিকা, পৃষ্ঠা ১২৯
কথান্তর: আভোগ—
গোসাঁই-এর অনুষঙ্গ যারা
এবে সে প্রেম জেনেছে তারা
লালন পাগলপারা
হচ্ছে লালসে।। —হারামণি, ৭ম খণ্ড, পৃষ্ঠা ৪১৭