নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি 
                            শুধাই কার কাছে। 
কোন প্রেমে সে আল্লা নবী
                            মিশলো মেয়ারাজে।। 

মেয়ারাজ ভাবেরি ভুবন 
গুপ্ত ব্যক্ত আলাপ দুই জন 
               কে পুরুষ আকার, 
               কে প্রকৃতি তার 
                            প্রমাণ কি পেয়েছে।। 

কোন প্রেমের প্রেমী ফাতিমা
করে সাঁইকে পতি ভজনা 
               কোন প্রেমের দায় 
               ফাতিমাকে সাঁই 
                            মা বোল বলেছে।। 

কোন প্রেমে গুরু ভব-তরী 
কোন প্রেমে শিষ্য হয় কাণ্ডারী 
               না জেনে লালন 
               প্রেমের উদ্দীপন 
                            পীরিতি করে মিছে।।

————
লালন গীতিকা, পৃষ্ঠা ১৬৩-৬৪
‘লালন-সঙ্গীত’ গ্রন্থে শব্দগত কথান্তর আছে। ভণিতাটি এভাবে লেখা হয়েছে : “না ভেবে লালন/ প্রেমের অম্বেষণ/ ভবে পীরিত করে মিছে।।” পৃষ্ঠা ১৬

<

Lalon Fakir ।। লালন ফকির