জেন্তে-মরা প্রেম-সাধন কি পারলি তোরা।  
যে প্রেমে কিশোর-কিশোরী হয়েছে হারা।। 

শোষায় শোষে না ছাড়ে বাণ 
ঘোর তুফানে বায় তরী উজান 
ও তার কাম-নদীতে চর পড়েছে 
               প্রেম-নদীতে জল পোরা।। 

হাঁটতে মানা, আছে চরণ 
মুখ আছে তার, খাইতে বারণ 
ফকির লালন কয়, এ যে কঠিন মরণ 
               তা কি পারবি তোরা।।

————-
বাংলার বাউল ও বাউল গান, পৃষ্ঠা ৮১
গানটিতে সঞ্চারী স্তবক নেই; সম্ভবত তা সংগৃহীত হয়নি।

<

Lalon Fakir ।। লালন ফকির