যে জন গুরুর প্রেম জানে না, 
তার সাথে নাই লেনাদেনা।।
কুমারে তার কাটে মাটি
ছেইনা করে পরিপাটি
... ... 
                    পুড়া দিলে হয় পাকা সোনা।।

কানা চোরে চুরি করে
ঘর থুইয়া সিঁদ দেয় পাগাড়ে
মিছে কানা হাঁতড়ে মরে
                    কানার ভাগ্যে ধন মিলে না।।

কাঠুরিয়া মাণিক পাইল
পিতল বলে ফেলে দিল
তাই লালন বলে, ...
                    সে জন মাণিক চেনে না।

——–
হারামণি, ৮ম খণ্ড, পৃ. ৯০
এর অন্তরার ৩য় চরণ missing. ভনিতার ৩য় চরণটিও অপূর্ণ। ‘ডট’ চিহ্ন দিয়ে তা বুঝানো হয়েছে।

<

Lalon Fakir ।। লালন ফকির