মুরশিদ বল মন পাখী। 
ভবে কেউ কারো দুঃখের নয়রে দুঃখী।।
ভুল নারে ভব-প্রান্ত কাজে
আখেরে এসব কাণ্ড মিছে।
মন রে আসতে একা, যেতে একা
                   এ ভব-পীরিতের ফল আছে কি।।
হাওয়া বন্ধ হলে সুপদ কিছুই নাই
বাড়ীর বাহির করেন সবাই।
মন রে কেবা আপন, পর কে তখন
                   দেখে শুনে খেদে ঝুরছে আঁখি।। 
গোরের কিনারে যখন লয়ে যায়
কান্দিয়ে সবে জীবন ছাড়তে চায়
কারো গোরে কেউ তো যায় না
                   অধীন লালন বলে, থাকতে হয় একাকী।।

—————–
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১২৮
কথান্তর:

১. মুরশিদ বল রে আমার মন-পাখী
২. হল্লা কোলাহলে সুবাদ কিছু নাই
     বাড়ীর বাহির করেন সবাই
     মন তোর কেবা আপন, পর কে তখন
                             দেখে শুনে খেদে ঝুরছে আঁখি।।

বাংলার বাউল ও বাউল গান, পৃ.৬৩

<

Lalon Fakir ।। লালন ফকির