গুরুপদে ডুবে থাক রে আমার মন।
গুরুপদে না ডুবিলে জনম যাবে অকারণ।।
          গুরু-শিষ্য এমনই ধারা
          চাঁদের কোলে থাকে তারা
          আয়নাতে লাগায়ে পারা
                    দেখে ত্রিভুবন।।
          শিষ্য যদি হয় কায়েমী
          কর্ণে দেয় মন্ত্রদানী
          গুরু নিজ নামে হয় চক্ষুদানী
                    নইলে অন্ধ দুই নয়নে।।
          ঐ দেখা যায় আন্‌কা লহর
          অচিন মানুষ অচিন শহর
          সিরাজ সাঁই কয়, লালন রে তোর
                    জনম গেল অকারণ।।

————————-
বাউল কবি লালন শাহ, পৃ. ৩০৫

<

Lalon Fakir ।। লালন ফকির