গুরু যার কাণ্ডারী ভবে
	সেই অনায়াসে হবে পার
এক নিরিখে থাকলে পরে
	তুফান বলে ভয় কি তার।।
শুদ্ধ মাস্তুল ঠিক করিয়া
প্রেম-বাদাম দেও খাটাইয়া
ও মদনগঞ্জ বাঁয়ে রাখিয়া
	চালাও তরী উজান ধার।।
শুদ্ধ প্রেমের তরীখানা
এক মনের বেশী ধরে না
গুরু-শিষ্য একই জনা
ও তাই লালন বলে,
	এক মনের সই ওজন তার।।

————-
হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৪১

<

Lalon Fakir ।। লালন ফকির