জানবো হে এই পাপী হইতে।
যদি এসেছ হে গৌর জীবকে তরিতে
নদীয়া নগরে যত জন
সবারে বিলালে প্রেম-ধন
আমি নর-অধম
না জানি মরম
চাইলে না হে গৌর আমা পানেতো।
তোমারি সুপ্রেমের হাওয়ায়
কাষ্টের পুতলি নলিন হয়
আমি দীনহীন
ভজন বিহীন।
অপার হয়ে বসে আছি কুপথে।
মলয়া পর্বতেরি উপর
যত বৃক্ষ সকলি হয় সার
কেবল যায় জানা
বাঁশে সার হয় না
লালন পেল তেমনি প্রেমশূন্য চিতে।৷
————

ফকির লালন : কবি ও কাব্য, পৃ. ১১১; লালন-গীতিকা, পৃ. ২৮৫-৮৬; বাংলার বাউল ও বাউল গান, পৃ. ২১-২২ ( সঞ্চারীর ৫ম চরণে “উপায়হীন বসে আছি এক কোণেতে।”– এরূপ পাঠভেদ আছে।)।

<

Lalon Fakir ।। লালন ফকির