মেয়ারাজের কথা শুধাবো কারে।
আদম তোমার নিরাকার মিথ্যা কি করে।
নবী কি ছাড়িল আদম তন
কিবা আদম রূপ হইল নিরঞ্জন
কে বলিবে সে অন্বেষণ
এ অধীনে রে৷
নয়নে নয়ন, বুকে বুক
উভয় মিলে হয়ে কৌতুক
তবে যে দেখল না সাঁইর রূপ
নবীর নজরে।
তুণ্ডে তুণ্ডে করিল কাহার
সেই কথাটি শুনতে চমৎকার
সিরাজ সাঁই কয়, লালন তোমার
বোঝ জ্ঞান-দ্বারে।।

————

লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৩৭; লালন-গীতিকা, পৃ. ১৬৩ (ধুয়ার ২য় চরণ “আদম তন আর নিরূপ খোদা নিরাকারে মিলন কি করে।।”– এরূপ পাঠভেদ আছে।)

<

Lalon Fakir ।। লালন ফকির