ও ভাণ্ডে আছে কত মধু ভরা।
খানদানে মিশ গা তোরা৷
নবীজীর খানদানে মিশলে
আয়নার পিষ্ঠে লাগবে পারা।
সেদিন জ্বলে উঠবে নূর তাজেল্লা
এই অধর মানুষ যাবে গো ধরা
আল্লা নবী দুই অবতার
এক নূরেতে মিশকাত করা।
ঐ নূর সাধিলেন নিরঞ্জনকে
অমনি তারে যাবে ধরা।  
দিন থাকিতে মুরশিদ ধরে
সাধন ভজন কর গা তোরা।
ফকির লালন বলে, সাইর চরণে
ভেদ পাবা না মুরশিদ ছাড়া।।

————

হারামণি, ৫ম খণ্ড, পৃ. ১০৯-১০

<

Lalon Fakir ।। লালন ফকির