আয় গো যাই নবীর দীনে।
দীনের ডঙ্কা বাজে সদায় মক্কা-মদিনে।
তরিক(১) দিচ্ছে নবী জাহের বাতুনে
যথাযোগ্য লায়েক জেনে
ও সে রোজা আর নামাজ
ব্যক্ত এহি কাজ
গুপ্ত কাজ মেলে ভক্তির সন্ধানে।
অমূল্য দোকান খুলেছে নবী
যে ধন চাবি সে ধন পাবি
বিনে কড়ির ধন
সেধে দেয় এখন
না লইলে আখেরে পস্তাবি মনে।
নবীর সঙ্গে ইয়ার ছিল চারিজন(২)
নূর নবী চারকে দিলে চার যাজন
ও সে নবী বিনে পথে
গোল হল চার মতে(৩)
লালন বলে, যেন গোলে পড়িস নে৷।

————

লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৩৪; লালন-গীতিকা, পৃ. ১৪২; বাউল কবি লালন শাহ, পৃ. ২৬২;

হারামণি, ১ম খণ্ড, পৃ. ৩৯-৪০, ৪র্থ খণ্ড, পৃ. ২৪-২৫ (অন্তরা ও সঞ্চারী স্তবকের স্থান-বদল হয়েছে), ৫ম খণ্ডে গানটি বিকৃতভাবে সংকলিত হয়েছে।– পৃ. ৩, ৭ম খণ্ড, পৃ. ৪০৩। যতীন্দ্রনাথ সেনগুপ্ত প্রবাসী, চৈত্র ১৩৩১ সংখ্যায় পল্লীসঙ্গীতে ভক্তকবি লালন ফকির সা এবং মুহম্মদ মনসুরউদ্দীন বঙ্গবাণী, অগ্রহায়ণ ১৩৩৩ সংখ্যায় শাহ লালন ফকিরের গান শীর্ষক প্রবন্ধে গানটি সংকলিত করেন। যতীন্দ্রনাথের সংগ্রহে ধুয়ার পূরণবাচক ও অন্তরার ২য় চরণ অনুপস্থিত।

আয় গো যাই নবীর দিনে
তরীক দিচ্ছেন রবী জাহের বাতুল
রোজা আর নামাজ
ব্যক্ত এহি কাজ
গুপ্তপদ মিলে ভক্তির সন্ধানে।।– (পৃ. ৭৫৫)

১. ইসলাম ধর্মসাধনার তরিক বা পথ চারটি– শরিয়ত, তরিকত, হকিকত ও মারিফত।

২. ইয়ার চারিজন– হজরত আবু বকর, হজরত আলী, হজরত ওসমান ও হজরত ওমর।

৩. চার মত– ইসলামের চারটি মজহাব বা সম্প্রদায়– হানাফি, হাম্বলি, সাফি ও মালেকি।

<

Lalon Fakir ।। লালন ফকির