আমি চরণ পাব কোনদিনে।
আমি ঘাটে ঘাটে পথে পথে
             কাঁদছি তোমার জন্যে।।
গুরু আমার দয়াল ভারি
করলেন আমায় বনচারী
গুরু দীনের অধম করলে
             হাতে দিয়ে শিঙে।।
চরণ পাবার আশে গুরু
ফিরি তোমার দাসের দাসী (মন রে),
গুরু দীনের অধম করলে
             হাতে দিয়ে শিঙে।।


যতীন্দ্রনাথ সেনগুপ্ত, ‘পল্লীসঙ্গীতে ভক্ত কবি ফকির লালন সা’, প্রবাসী, চৈত্র ১৩৩১

<

Lalon Fakir ।। লালন ফকির